বুধবার, ফেব্রুয়ারি ৫

জাতীয় গ্রন্থাগার দিবস’২৫ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে র‍্যালি

|| নিজস্ব প্রতিবেদক ||

বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে পথসভা ও এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা এম এ মতিন, অর্থনীতি বিভাগের প্রধান রবিউল করিম মৃদুল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর নূরুল ইসলাম, কলা অনুষদের ডিন এ এইচ এম সালেক ও গবেষণা পরিচালক প্রফেসর ওসমান গনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ মোতালেব চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পথসভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *