|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদরাসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্রাচীনতম সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ২০২৪-২৫ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো: আব্দুল কাইয়ুম ও প্রধান সম্পাদক হিসেবে হাফেজ মোঃ ইমরানুল হক নির্বাচিত হন।
শুক্রবার (১১ অক্টোবর) ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্লাহ ভূঁইয়া। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মুহিব্বুল্লাহ ভূঁইয়া, ও মাওলানা মোঃ আব্দুল কাদির।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমির, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাওলানা মুহাম্মাদ ঈশা শাহেদী। এছাড়াও সংগঠনের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ-সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি ও প্রধান সম্পাদক ছাড়াও ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়৷