
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
রাজশাহীতে পৌঁছেই হযরত শাহ মখদুম (রহ.)-এর দরগা জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে তাঁকে বহনকারী গাড়ি বহরটি দরগা শরীফে পৌঁছায়। সেখানে মাজার জিয়ারত ও দোয়া শেষে তিনি মাজারের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি পুনরায় নির্ধারিত বাসে উঠে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চের উদ্দেশ্যে রওনা হন।

তারেক রহমানের মাজার জিয়ারতকে কেন্দ্র করে দরগা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি আকাশপথে ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী তাঁকে শুভেচ্ছা জানান।
এদিকে, মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় যোগ দিতে সকাল থেকেই রাজশাহী বিভাগ ও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। দুপুর ২টায় অনুষ্ঠেয় এই সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সাথে পরিচয় করিয়ে দেবেন। রাজশাহীর কর্মসূচি শেষে বিকেলে নওগাঁ এবং সন্ধ্যায় বগুড়ায় তাঁর আরও দুটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
