শনিবার, জানুয়ারি ১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে পুলিশের ‘মোবিলাইজেশন ড্রিল’ সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||

রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ‘মোবিলাইজেশন ড্রিল’ বা বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই মহড়ায় পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। রাজধানীর শাহবাগ, আসাদগেট, কারওয়ান বাজার, ফার্মগেট, মতিঝিল, মিরপুর ও ভাটারাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের এই বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। মহড়া চলাকালীন সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়।

ডিএমপি সূত্র জানায়, কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই এবং জনমনে স্বস্তি বজায় রাখতেই এই মহড়া পরিচালিত হচ্ছে। এটি পুলিশের একটি নিয়মিত প্রস্তুতির অংশ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা নিরাপত্তা সরঞ্জামসহ অবস্থান নেন এবং রাস্তায় চলাচলকারী যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করেন। দায়িত্বরত কর্মকর্তারা জানান, এই মহড়ার মাধ্যমে পুলিশের তাৎক্ষণিক সাড়া দেওয়ার ক্ষমতা (Quick Response) যাচাই করা হয়। বিশেষ করে আসন্ন দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

সন্ধ্যা নাগাদ মহড়া শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *