|| মো. নুরুল হুদা ||
জুলাই-আগস্টের বিপ্লবের পূর্বে বেশকিছু বিষয় সাধারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট করেছে। তন্মধ্যে-
১. আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা।
২. অর্থ পাচার।
৩. ভারতের স্বার্থ রক্ষা।
৪. দ্রব্য মূল্যের উর্ধগতি।
৫. বিনা ভোটে সরকার পরিচালনা।
৬. শিক্ষা ও চাকুরীতে দলীয়করণ।
৭. গুম-খুন, মামলা-গ্রেপ্তারে হয়রানি।
৮. অবৈধ ভারতীয়দের বাংলাদেশে কর্মসংস্থান।
৯. বাংলাদেশের নিরাপত্তা বিবেচনা না করে রেল চুক্তিসহ অবৈধ গোপন চুক্তি।
১০. দুর্নীতি ও বৈষম্য ইত্যাদি।
উপরিউক্ত বিষয়ে জনগণের পাওয়া না পাওয়া জড়িত।
দিন শেষে জনগণ এগুলোর হিসাব করবে। তাই এগুলো বুঝিয়ে না দেয়া পর্যন্ত জনগণের কাছাকাছি থাকতে হবে। জনগণকে আশ্বস্ত করতে হবে। পারত পক্ষে বিবাদ-বিভাজন এড়িয়ে চলতে হবে। বিগত বছরগুলোতে দলীয় নেতা-কর্মীদের বহু ত্যাগ-তিতিক্ষা যেন বৃথা না যায়। খেয়াল রাখতে হবে। ৫ আগস্টে শহীদ ও আহতদের পাশে বিশেষভাবে দাঁড়াতে হবে। জনদুর্ভোগ কমাতে নিবিড়ভাবে কাজ করতে হবে। টিকে থাকার লড়াই যেন বুদ্ধি-বিবেচনা প্রসূত হয়। পরিশেষে, সবার প্রতি শুভ কামনা জানাই।
লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা।