সোমবার, আগস্ট ২৫

ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন অধিনায়ক শান্ত

টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তান জয় করলেন বাংলাদেশের টাইগাররা। ঐতিহাসিক এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

১০ উইকেটে ম্যাচ জিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সঞ্চালকের অনুমতি নিয়ে শান্ত বাংলায় বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’

২০০১ সাল থেকে চলতি সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩টি টেস্ট খেলেছে। কিন্তু একটিতেও জিততে পারেনি তারা। ২০০৩ সালে মুলতানে জয়ের সম্ভাবনা তৈরি হলেও সেই ম্যাচটি বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নেন ইনজামাম উল হক। ২১ বছর পর সেই হারের বদলা নিলেন সাকিব-মুশফিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *