রবিবার, আগস্ট ২৪

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (২)

ক্ষমতাচ্যুত মন্ত্রীরা, আওয়ামী লীগের নেতারা এখন গোপনে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ ধরাও পড়ছেন। সবচে করুণ একটি দৃশ্যপট ছিল, আইনমন্ত্রী আনিসুল হক নৌকা যোগে পালিয়ে যাওয়ার সময় বুড়িগঙ্গায় নিরাপত্তা জালে ধরা পড়েন। একই সময়ে একই অবস্থায় গ্রেফতার হয়েছেন সালমান এফ রহমান। বিশাল অর্থবিত্ত ও ব্যবসা বাণিজ্যের একচেটিয়া অধিপতি সালমান এফ রহমান ছিলেন মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা। ভরাট চেহারায় দাঁড়িশোভিত সালমান এফ রহমানকে আহলে হাদীসের মাহফিলে বয়ান করতে দেখলে মনে হত বড় কোনো হুজুর। বয়ানে তিনি এমনসব কথা বলতেন, যার জন্য তার ঈমান সম্পর্কেও জনমনে প্রশ্ন দেখা দিয়েছিল। তিনি পবিত্র হাদীসের নির্ভরযোগ্যতাকে অস্বীকার করে বলতেন, হাদীসের মধ্যে অনেক সমস্যা আছে। কুরআনেও সমস্যা আছে, তবে হাদিসের তুলনায় কম। নাউজুবিল্লাহ।

এতকিছুর পরও কোত্থেকে তার নামের সাথে যুক্ত হয়ছেলি দরবেশ। ফারসি ভাষায় দুনিয়ার প্রতি উদাসীন সামনের বেলা খাবারের নিশ্চয়তা নাই এমন নি:স্ব লোকদের বলা হয় দরবেশ। কিন্তু বাংলাদেশের বাজার লুটেরা সালমান এফ রহমান কীভাবে একনামে দরবেশ পরিচিত পেলেন তা অজানা। গ্রেফতারের পর দাঁড়িগোফ ছেঁচে লুঙ্গি পরে পালাতে গিয়ে প্রমাণ হলো আহলে হাদীসের এই তাত্ত্বিকের ঈমান আমলের মূল্য কতটুক। (চলবে…..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *