
|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||
লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নে পরিবেশ রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন “সোপান”। সংগঠনটি গত সপ্তাহে আয়োজন করে বৃক্ষরোপণ সপ্তাহ, যার আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
১৮ জুলাই কর্মসূচি শুরু হয়ে ২৮ জুলাই শেষ হয়, কর্মসূচির অংশ হিসেবে চুনতির দুটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, একটি কলেজ, তিনটি মাদ্রাসা, পাঁচটি মসজিদ, দুইটি মন্দির এবং একটি বৌদ্ধ বিহারে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজসহ ১৩ প্রজাতির প্রায় ৪ হাজার গাছের চারা রোপণ করা হয়। কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উদ্যোগ প্রাণ পায়।
সোপান-এর উদ্যোক্তারা জানান, জলবায়ু পরিবর্তন, বনভূমি নিধন এবং পরিবেশগত সংকট মোকাবিলায় এই ধরনের উদ্যোগ সময়ের দাবি। ছোট ছোট পদক্ষেপই গড়ে তুলতে পারে বৃহৎ পরিবর্তন। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা এবং বৃক্ষ রোপণে আগ্রহ গড়ে তোলার জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
চুনতি মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাশেদুল হক বলেন, “শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর আগ্রহ ও সচেতনতা তৈরিতে সোপানের এই উদ্যোগ প্রশংসনীয়। গাছ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত—এই শিক্ষা তারা হাতে-কলমে পাচ্ছে।
পরিবেশ বিশেষজ্ঞ সানজিদা রহমান বলেন, ‘বৃক্ষ নিধন আজ বিশ্বব্যাপী এক সংশয়ের নাম। সোপানের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আমি আশা করি এটি প্রতিবছর অব্যাহত থাকবে এবং গাছগ্রাহকরা ভবিষ্যতের পরিবেশ সৈনিক হয়ে উঠবে।
সোপান ভবিষ্যতে ইউনিয়নের প্রতিটি বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছে এবং তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
সার্বিকভাবে চুনতিতে এই বৃক্ষরোপণ সপ্তাহ পরিবেশ সচেতনতা বৃদ্ধির এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে। সোপান-এর এমন ইতিবাচক কর্মসূচি আগামী দিনে আন্যান্য সংগঠনকে উদ্বুদ্ধ করবে এমনটাই প্রত্যাশা এলাকার সচেতন মহলের।