
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত “চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা সিম্পোজিয়াম-২০২৫”-এ অংশগ্রহণ করেছে। গণপ্রজাতন্ত্রী চীনের বাংলাদেশে অবস্থিত দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। ইইউআইটিএস উপাচার্যের সঙ্গী হিসেবে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসি পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন।
সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনিয়র প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, চিকিৎসক, খ্যাতনামা শিক্ষাবিদ, বাংলাদেশ-চীন পোস্টগ্র্যাজুয়েট ডাক্তার অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও চাইনিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
২০২৫ সালটি বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী। এই ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে স্বাস্থ্য ও শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। সিম্পোজিয়ামে চারটি থিম্যাটিক ফোরামের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই উদ্যোগ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং মানব উন্নয়নের গুরুত্বপূর্ণ খাতসমূহে যৌথ অগ্রগতির পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
