
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের চিলমারীতে ৩ নং থানাহাট ইউনিয়নের ৮ নং সেন্টার মনিটরিং কমিটির উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব চিলমারী মহিলা কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত এবং দেশের মানুষের প্রিয় নেত্রীর স্মৃতিচারণ ও দোয়া করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদকাত হোসেন, ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও উপজেলা বিএনপি সদস্য বদরুদ্দোজা বুলু, শাহজাহান আলী মন্ডল, মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়না, ইউনিয়ন সাধারণ সম্পাদক মালেক, ছাত্রদল সাধারণ সম্পাদক সুমন এবং কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষের প্রার্থীর পুত্র আসিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা এবং গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় শপথ গ্রহণ করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র আলোকে নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার ও বাকস্বাধীনতা সুরক্ষা এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। দেশ গড়ার পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন তারা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানকে বিপুল ভোটে জয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা নির্দেশ দেন, ভোটারদের বিভ্রান্তি দূর করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে এবং ভোটের দিন ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে।
