শনিবার, জানুয়ারি ১০

চিলমারীতে কিশামত বানু আলোর দিশারী পাঠাগারের ৮ম বর্ষপূর্তি ফুটবল টুর্নামেন্ট

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে কিশামত বানু আলোর দিশারী পাঠাগারের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কিশামত বানু স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে উলিপুর লাল দলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালের পথে এগিয়ে গেল রংপুর ফুটবল একাদশ।

নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে ১-১ গোলে সমতা বজায় রাখে। পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলাটি টাইব্রেকারে গড়ায়। অত্যন্ত উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে রংপুর ফুটবল একাদশ ৭-৬ গোলে উলিপুর লাল দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচটি পরিচালনা করেন রেফারি রিগান।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুদ্দোজা বুলু, আলহাজ্ব আব্বাস উদ্দিন এবং কারিগরি কলেজের শিক্ষক বজলুর রশীদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ফুটবল প্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

আয়োজক কমিটি জানায়, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলাটি শেষ হয়েছে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল মাঠটি, যা গ্রামীণ জনপদে ফুটবলের জনপ্রিয়তাকে আরও একবার প্রমাণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *