
|| আব্দুল হামিদ সরকার ||
চিন্তার সমুদ্র থাকবে কি অনন্ত,
আঁধার টুটে ফুটবে কখন আলো?
মনের ক্যানভাসে কালো ধোঁয়ায়
কি করে থাকি ভালো?
মনের দৈর্ঘ্য প্রস্থে আছে ভালোবাসা,
সহজ সারল্য মনে জাগে কতো আশা।
ঘুর্নিঝড় আইলায় ভাসতে চায় তা,
জীবন বৃক্ষের নাহি গজে নতুন পাতা।
স্বপ্ন আমায় উঁকি মারে সকাল দুপুর সাঝে,
দ্রোহের অনলে যায় যে চলে মরি শুধু লাজে।
তবুও আমি বৈঠা হাতে নয়া মাঝি সেজে,
উজান ঠেলে ভীরবো তীরে কথায় নয় কাজে।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫।
