
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
শিগগির অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ এবং একজনকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপনে জানানো হয়— ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ময়মনসিংহে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা এবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট খুলনায় দায়িত্ব নেবেন। নির্বাচনকালীন সময়ে খুলনা অঞ্চলে প্রশাসনিক সমন্বয় ও তদারকিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। খুলনা বিভাগীয় কমিশনারের দায়িত্বের পাশাপাশি পদাধিকার বলে তিনি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া আরও তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
ড. এ এন এম বজলুর রশিদ, অতিরিক্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় — রাজশাহী বিভাগীয় কমিশনার। পানি সম্পদ ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে অভিজ্ঞ এই কর্মকর্তা রাজশাহীর বৃহৎ কৃষিভিত্তিক অঞ্চলকে কেন্দ্র করে নতুন দায়িত্ব পালন করবেন।
মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয় — বরিশাল বিভাগীয় কমিশনার। ভূমি ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং মাঠ পর্যায়ে সমস্যা সমাধানে দক্ষতার কারণে তাকে বরিশালের নদীবিধৌত অঞ্চলে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফারাহ শাম্মী, চেয়ারম্যান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন — ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। প্রশাসনে দক্ষতা ও মৎস্য খাতে সফল তদারকির অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এবার ময়মনসিংহের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন প্রশাসনকে আরও কার্যকর ও সমন্বিত করতে, পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চার বিভাগে নতুন কমিশনাররা শীঘ্রই তাদের দায়িত্বভার গ্রহণ করবেন।
