
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা প্রচণ্ড ঝাঁকুনিতে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে নিয়ে যান।
আহতদের মধ্যে সেলফি পরিবহনের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ। তারা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শেষ করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
