
|| ডাঃ আনোয়ার সাদাত ||
বর্ষা মৌসুম চলছে, ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের জ্বর। কখনো বৃষ্টি, কখনো তীব্র গরম আর রোদের তাপ—এই আবহাওয়াতে জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু থেকে সব বয়সী ব্যক্তিরা। ফলে এ সময় জ্বর হলে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কারণ এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ। জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়ছে ভাইরাসজনিত নানা রোগ। টাইফয়েড, মৌসুমি ফ্লু কিংবা ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা—এদের উপসর্গ একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় মানুষ বিভ্রান্ত হচ্ছে। বৃষ্টির কারণে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বেড়েছে। তাই জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিৎ। ডেঙ্গু শনাক্ত হলে রোগীকে প্রচুর তরল খাবার খেতে হবে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। মশাবাহিত এই দুই রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। চিকিৎসকরা জানান, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস নাকি ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তা শনাক্ত করা সম্ভব হবে। ফলে রোগী যথাযথ চিকিৎসা পাবে।
জ্বর থেকে বাঁচতে কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তা হচ্ছে, ঘুমের সময় মশারি ব্যবহার এবং বাড়িঘর বা এর আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে এডিস মশা জন্মায় এমন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। আক্রান্ত ব্যক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে।
তাই, বর্তমান ভাইরাসজনিত জ্বরে আতংক নয়, সাবধানতা ও সতর্কতার পাশাপাশি অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
লেখক: ইসলামিক স্কলার, গবেষক ও চিকিৎসক (খুলনা)।