বৃহস্পতিবার, অক্টোবর ৯

গ্লোবাল সুমূদ ফ্লোটিলায় হামলা-গ্রেফতার; তীব্র নিন্দা ও মুক্তির দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||

বিশ্ব সন্ত্রাসী ইজরাইলীদের সকল ধরনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে গাজায় অসহায় মানুষের সাহায্যার্থে নৌপথে গ্লোবাল সুমূদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেয়া মানবাধিকার কর্মীদের উপর হামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হাসান। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমআ রাজধানীস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এ দাবি জানান।

মোস্তফা বশিরুল হাসান বলেন, মার্কিন ও ইসরাইলের সকল নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ক্ষুধার্ত গাজাবাসীর পাশে দাঁড়ানো ও সহমর্মিতা জানানোর জন্য নৌবহরে অংশ নেওয়া মানবাধিকার কর্মীদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অথচ জায়নবাদী শক্তি এদেরকে গ্রেফতার করে ইতিহাসের জঘন্যতম অপরাধ করেছে। এসকল মানবতাবাদী কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে মজলুমদের পাশে দাঁড়ানো এই সকল মানবতাবাদী কর্মীদের নিকট থেকে বিশ্ব মুসলিমের শিক্ষনীয় আছে বলে মনে করি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর রাজা-বাদশারা আরাম আয়েশে দিনাতিপাত করছে অথচ তাঁদের প্রতিবেশী ফিলিস্তিনের নির্যাতিত ও মজলুম গাজাবাসি না খেয়ে মরছে, সেদিকে কোন ভ্রুক্ষেপ নাই। অথচ অমুসলিম রাষ্ট্রগুলোতে লক্ষ লক্ষ মানুষ আমেরিকা ও ইসরাইলের জুলুমের তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে এবং গাঁজাবাসীর প্রতি সহানুভূতি জানাচ্ছে। তারপরও বিশ্ব মুসলিমের ঘুম ভাঙছে না। মুসলিম বিশ্ব আর কতকাল এভাবে ঘুমিয়ে থাকবে! মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান, অসহায় ক্ষুধার্ত
গাজাবাসীর প্রাণ রক্ষার্থে সম্মিলিতভাবে ত্রাণ পাঠাতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো আওয়াজ তুলতে হবে। এবং অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের দায়িত্বগণ উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ১০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিতব্য সেমিনার সফল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সেমিনার সফল করার জন্য ঢাকাস্থ সকল নেতাকর্মী ও সচেতন সুধীমহলের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *