রবিবার, জুলাই ২৭

গোলাপি রংয়ের ২৬১০টি বাস চলবে ঢাকায়

|| নিউজ ডেস্ক ||

আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টারের ভিত্তিতে। এভাবে চলবে প্রায় দুই হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে উঠবেন। আর সব বাস একই রংয়ের (গোলাপি) হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে টিকিট কাউন্টারের ভিত্তিতে বাস চলাচলের উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে মালিকদের বলা হয়।

এর পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার থেকে প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টারের ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে।

মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরে বাসগুলো চলাচল করবে জানিয়ে সংবাদ সম্মেলনে সাইফুল আলম বলেন, ‘এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো এবং যাত্রী ওঠানো যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *