সোমবার, ডিসেম্বর ২৯

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

গোপালগঞ্জে এনসিপির জনসভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সিরাজগঞ্জ জেলা শাখা। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পাঁচটায় সিরাজগঞ্জ শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি গোপালগঞ্জের ঘটনার আলোকে হলেও স্লোগান ছিল ভিন্ন। স্লোগানের ভাষা ছিল- জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জামায়াত-শিবিরের আস্তানা এই বাংলায় হবে না, রাজাকারের আস্তানা এই বাংলায় হবে না। প্রায় একই সময় শহর জামায়াতের উদ্যোগে মিছিল বের হয়। দুটি মিছিল একসাথে বের হওয়ার কারণে শহরবাসী আতঙ্কিত ছিল। কিন্তু জামায়াতের কর্মীরা অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করে এবং উভয় দলের নেতৃবৃন্দের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু উঠতি বয়সী ছেলেরা এরকম উশৃংখল আচরণ করে বলে জানা যায়। পরে মিছিলটি সিরাজগঞ্জ বাজার স্টেশন গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *