বুধবার, জুলাই ৩০

গুজব ও অপপ্রচার বর্তমান সমাজের বড় ধরনের একটি সমস্যা

মানুষ ব্যক্তিগত, দলীয় বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য সমাজে ভুল ও মিথ্যা কিংবা আংশিক মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। সমাজে ভয়ভীতি ও আতঙ্কের সৃষ্টি করছে।প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যার সয়লাব প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠছে দিন দিন। গুজবের এই ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রয়োজন কঠোর আইন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা।

অনেক সময় দেখা যায়, যাচাই-বাছাই না করে মানুষ শেয়ার করে একটি ভুল তথ্য প্রচার করছে। যার ক্ষতিকর প্রভাব সমাজের উপর পড়ে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৯২)

তাই, যাচাই-বাছাই না করে কোনো কিছু প্রচার করা বা বলা আমাদের উচিৎ না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *