শনিবার, আগস্ট ২৩

গিলাতলায় প্রতিবন্ধী যুবককে ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবত বলাৎকার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মহানগরের খানজাহান আলী থানাধীন গিলাতলা গ্রামের ৫ নং ওয়ার্ডের মোঃ মোহন খানের প্রতিবন্ধী ছেলে লিমন খান(১৮) কে তারই প্রতিবেশী রাকিব শেখ, পিতা শহিদ শেখ দীর্ঘ প্রায় ছয় মাস যাবত ধারালো অস্ত্রের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে বলাৎকার করে আসছে বলে জানা যায়। এই মর্মে ভুক্তভোগির পিতা মোহন খান খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২, তারিখ- ০৫/০৮/২০২৫ ইং।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী রাকিব দীর্ঘ প্রায় ছয় মাস যাবত তার ছেলে লিমনকে গলায় ছুরি ধরে হত্যার হুমকি, বিভিন্ন রকম প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে বলাৎকার করে আসছে। লিমন প্রতিবন্ধী হওয়ায় এবং ভয়ভীতি ও লজ্জার ভয়ে দীর্ঘ ছয় মাস ধরে কাউকে কিছু না বলে সহ্য করে আসছে।

লিমনের মা জানায়, ডাকলে যদি না আসে তখন লিমনকে ধাওয়া করে ধরে তার সাথে বলাৎকারের মতো ন্যাক্কারজনক ঘটনা এই রাকিব প্রায়ই ঘটিয়ে থাকে। সহ্য করতে না পেরে অবশেষে আমার ছেলে বিষয়টি তার বন্ধু মহলকে জানায় এবং সেখান থেকেই আমরা বিষয়টি জানতে পারি। আমার ছেলের পেছনে ঘা হয়ে গেছে, আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। আমার ছেলে একজন প্রতিবন্ধী, এই রকম প্রতিবন্ধী একটি ছেলের বলাৎকারীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

ছেলের চাচা মুক্ত খান জানান, আমরা খবরটি জানতে পেরে উক্ত বলাৎকারী রাকিবকে ধরে নিয়ে পুলিশ ফাড়ির দিকে যাওয়ার পথে বুলু নামক একজন ব্যক্তি তার প্রভাব খাটিয়ে বলাৎকারকারী রাকিবকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমরা এই বলাৎকারীকে ছিনিয়ে নেওয়া বুলুরও উপযুক্ত শাস্তির দাবি করছি।

সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহনাজ পারভীন জানান, আমি ঢাকায় ছিলাম, এসে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ও শুনে বুঝতে পারি যে, ঘটনাটি সত্য। বলাৎকারের মতো এহেন ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা জানাই ও উক্ত বলাৎকারীর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *