শনিবার, আগস্ট ২৩

গাজা সিটি সম্পূর্ণ দখলের ইসরাঈলী সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরাইলী মন্ত্রী পরিষদের বৈঠকে গাজা সিটি পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরাঈলের চরম স্বেচ্ছাচারিতা ও দখলদারিত্বমূলক এই সিদ্ধান্তের ফলে ইসরাঈল ও গাজার যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এবং গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সকল দরজা বন্ধ করে দিবে। গতকাল শনিবার (৯ আগস্ট) বাদ আসর ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন পরবর্তী মজলিসে আমলের পূর্ণাঙ্গ কমিটির সফল বৈঠকে (কেন্দ্রীয় কমিটির) সভাপতির স্বাগত বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ইসরাঈল একটি অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র। তারা কোনভাবেই গাজার স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করে গাজা দখল নিতে পারে না। মধ্যপ্রাচ্যের সকল অশান্তির কারণ এই সন্ত্রাসী ও আগ্ৰাসী ইসরাঈল। তারা ২৫ লক্ষ গাজাবাসীর আবাসস্থলকে ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। প্রায় ৭০ হাজার গাজাবাসীকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষকে আহত ও পঙ্গুত্বের জীবনে পাঠিয়েছে। এহেন পরিস্থিতিতে গাজা পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক ও মর্মান্তিক। যা জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরাঈলের এই সিদ্ধান্ত চরম হটকারী ও সন্ত্রাসী দখলদারিত্বের শামিল।

দলটির ভারপ্রাপ্ত আমীর আরও বলেন, ইসরাঈল এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে মধ্যপ্রাচ্যের অশান্তি আরো বেড়ে যাবে এবং বিশ্ব শান্তি বিঘ্নিত হবে। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে গাজাবাসীর পাশে দাঁড়ানো সময়ের অপরিহার্য দাবি।

দলের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান সঞ্চালিত মজলিসে আমলে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ নাসির-সহ কেন্দ্রীয় কর্ম পরিষদের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। বৈঠকে জুলাই ঘোষণাপত্রে ইসলাম ও আলেম-ওলামাদের উপেক্ষা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা ট্রাজেডি এড়িয়ে যাওয়া দেশ ও জাতির জন্য বড়ই দুঃখজনক ঘটনা। নেতৃবৃন্দ অবিলম্বে উপরোক্ত বিষয়গুলো ঘোষণাপত্রে সংযোজন করার এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *