
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ফিলিস্তিনের গাজা শহর পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনায় নেমেছে ইসরায়েলি সেনারা। তারা বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘সতর্ক করছি, এখনই বের হয়ে যাও।’
নতুন এক সামরিক অভিযানের আগে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনারা গাজা নগরীর বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে। এর আগে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তারা গাজায় ঝড়ের মতো ভয়াবহ হামলা চালাবে।
প্রায় ১০ লাখ ফিলিস্তিনির এই নগরীতে গত কয়েক সপ্তাহ ধরেই তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাসকে চূড়ান্তভাবে দুর্বল করে দিতে নতুন পরিকল্পনা করছে তারা।
আল জাজিরার প্রতিবেন সূত্রে জানা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘গাজার মানুষ, এই সুযোগ নাও এবং মনোযোগ দিয়ে শোনো; তোমাদের সতর্ক করা হলো- ওই জায়গা ছেড়ে বেরিয়ে আসো।’
নেতানিয়াহুর এই নির্দেশে গাজার সবচেয়ে বড় শহরে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, তাদের দক্ষিণে যেতে হবে, কিন্তু বেশিরভাগ মানুষ বলছেন, কোথাও নিরাপদ জায়গা নেই।
গাজার এক বাসিন্দা উম মোহাম্মদ বলেন, ‘গত এক সপ্তাহের বোমাবর্ষণেও আমি শহর ছাড়িনি। কিন্তু এখন আমি যাব আমার মেয়ের কাছে থাকার জন্য।’
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজার মানুষ একাধিকবার উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে উত্তরে যেতে বাধ্য হয়েছেন। এই স্থানচ্যুতি ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে, যেখানে খাদ্যাভাবও তীব্র হয়ে উঠেছে।