
|| শেখ শাহরিয়ার।। জেলা প্রতিনিধি (খুলনা)।।
ইসরাইলী হামলায় গাজায় একের পর এক সাংবাদিক নিহত এবং গণমাধ্যমে বর্বর
হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা
জোরালো কণ্ঠে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক অঙ্গনের
প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন থেকে গাজায় সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সংঘটিত বর্বর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।