শুক্রবার, জুলাই ২৫

গাজায় শিশু ও নারীসহ গণহত্যার প্রতিবাদে ঢাকায় হলির শিশুদের মানববন্ধন

|| হাফিজুর রহমান | স্টাফ রিপোর্টার ||

গাজায় শিশু ও নারীসহ নির্বিচারে গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় ক্ষুদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল নয়টায় আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর উত্তর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়াল স্কুল ও হলি প্রি-ক্যাডেট মাদ্রাসার পরিবেশ যেন হয়ে উঠেছিল এক খন্ড ফিলিস্তিন।

‘তুমি কে, আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, উই আর প্যালেস্টাইন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের হাতে ছিল ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা। মাথায় ও কাঁধে ছিল ফিলিস্তিনি রুমাল। অনেকের হাতে ছিল প্রতীকী রক্তাক্ত মৃত শিশুর লাশ।

মানববন্ধনে অংশ নেওয়া শিশুদের হাতে ছিল নানা স্লোগান বিশিষ্ট ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড -‘ফিলিস্তিন মুক্ত কর, স্টপ জেনোসাইড ইন গাজা, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নিপীড়ন থামাও ফিলিস্তিনকে বাঁচাও, ‘যেখানে শিশুরা যুদ্ধের শিকার, সেখানে নীরবতা হচ্ছে অপরাধ’ ফিলিস্তিনের প্রতিটি শোক আমাদের প্রতিবাদের আগুন, ‘নিরস্ত্র মানুষের রক্তে যদি বিশ্ব নীরব থাকে, তাহলে মানবতা কোথায় ?’

বিদ্যালয়ের চেয়ারম্যান জনাব নাবিলা জাফরিন রিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক বর্তমান কথা পত্রিকার সম্পাদক জনাব টিএম শওকত আলী মোস্তফা। উপস্থিত ছিলেন দৈনিক পুঁজিবাজার পত্রিকার সম্পাদক জনাব শোয়েব মজুমদার, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক জনাব এস এম আব্দুল্লাহ আল বাপ্পী, দৈনিক ইনকিলাবের সাংবাদিক মাসুম বিল্লাহ মাসুম, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মোহাম্মদ রায়হান, দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস এর সাংবাদিক আসাদুজ্জামানসহ বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের সাধারণ মানুষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাফিজুর রহমান তার বক্তব্যে ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিকসহ সব সম্পর্ক অবিলম্বে ছিন্ন করার দাবি জানান। সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) জনাব আবু বকর সিদ্দিক যুদ্ধ বিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন শিশু শিক্ষার্থীরা। এবং তাঁরাও শিশু ও নারীসহ নির্বিচারে গণহত্যার তীব্র নিন্দা জানান। সারা বিশ্বে শান্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *