বৃহস্পতিবার, আগস্ট ২১

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, হামাসের না

|| আন্তর্জাতিক ডেস্ক ||

গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা চালাচ্ছে মিসর ও কাতার। সোমবার (১৪ এপ্রিল) তারা হামাসের কাছে ইসরায়েলের নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেছে। তবে হামাস জানিয়েছে, প্রস্তাবের অন্তত দুটি শর্ত একেবারেই ‘গ্রহণযোগ্য নয়’।

হামাস বলেছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং দ্রুতই জবাব দেবে। তবে সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে নিরস্ত্র করার যে দাবি তোলা হয়েছে, সেটি আলোচনার জন্যও গ্রহণযোগ্য নয়।

রয়টার্স ও আল জাজিরার তথ্যমতে, ইসরায়েল তাদের সর্বশেষ প্রস্তাবে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, এর বিনিময়ে হামাসকে ১১ জন ইসরায়েলি বন্দি মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে হামাস বলেছে, তারা ‘এক দফায়’ সব বন্দি মুক্তি দিতে প্রস্তুত, যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয়।

গাজায় যুদ্ধ বন্ধে জানুয়ারিতে যে তিন ধাপের চুক্তি হয়েছিল, ইসরায়েল মার্চে তা ভেঙে আবার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য।

সংস্থাটি বলছে, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫০ হাজার ৯৮৩ জন এবং আহত ১ লাখ ১৬ হাজার ২৭৪ জন। নতুন করে আবারও কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং গাজা চরম অবরোধ ও দুর্ভিক্ষের মুখে পড়েছে।

আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ বলেন, “ইসরায়েল যখন প্রকাশ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাতের পরিকল্পনা করছে, তখন কোনো ফিলিস্তিনি গোষ্ঠীর পক্ষে নিরস্ত্রীকরণের আলোচনা করা বাস্তবতা বিবর্জিত।”

মিসরের রাষ্ট্রীয় টিভি ‘আল কাহেরা নিউজ’-কে দেশটির তথ্য সংস্থার প্রধান বলেন, “হামাস এখন সময়ের গুরুত্ব ভালোভাবে বোঝে এবং আমি বিশ্বাস করি, তারা দ্রুতই প্রস্তাবের জবাব দেবে।”

ইসরায়েলের প্রস্তাবে কী কী শর্ত রয়েছে, সে বিষয়ে তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে হামাস জানিয়েছে, যুদ্ধ থামানো ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়।

এদিকে, এখনো হামাসের হাতে ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে। ইসরায়েল মনে করে, তাদের মধ্যে ২৪ জন জীবিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *