
“সড়ক বিভাগ খুলনার জনগণকে কী দেখাতে চায়?” প্রশ্ন নাগরিক সমাজের
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
গল্লামারী ব্রিজের দীর্ঘদিনের অচলাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে বলেন, খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ বছরের পর বছর ধরে বন্ধ পড়ে আছে। জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পে সড়ক বিভাগের গড়িমসি ও অদক্ষতা খুলনাবাসীর চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনেকেই সড়ক বিভাগের কর্মকর্তাদের কাছে ব্রিজ নির্মাণ দ্রুত সম্পন্নের আহ্বান জানিয়েছেন। তবুও কোনো কার্যকর অগ্রগতি হয়নি।
নাগরিক সমাজের নেতৃবৃন্দ অভিযোগ করেন, কর্তৃপক্ষ কেবলমাত্র আইওয়াশ করার জন্য ব্রিজের পশ্চিম পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঘেরা-বেড়া দিয়ে রেখেছে। এতে মনে হচ্ছে যেন এটি কারও ব্যক্তিগত সম্পত্তি।
তাঁরা আরও বলেন, “জুন মাসে কাজ শুরু এবং আগস্টে ব্রিজ চালুর আশ্বাস দেওয়া হলেও অক্টোবর শেষ হয়ে নভেম্বর আসছে, কিন্তু কোনো কাজই শুরু হয়নি। খুলনাবাসীকে বারবার প্রতিশ্রুতির ফাঁদে ফেলে সড়ক বিভাগ যেন কলা দেখাচ্ছে।”
বিবৃতিতে গল্লামারী এলাকায় প্রতিদিনের তীব্র যানজট ও জনগণের দুর্ভোগের বিষয়ও তুলে ধরা হয়। নাগরিক সমাজের নেতারা বলেন, “খুলনার মানুষের সহ্যের বাঁধ এখন ভেঙে পড়ছে। প্রশাসনের উচিৎ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।”
পরিশেষে খুলনা নাগরিক সমাজ সড়ক বিভাগকে ধোকাবাজি পরিহার করে অবিলম্বে গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ শেষ করার করজোড়ে অনুরোধ জানায়।
