
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সনদ বিতরণ নয়, বরং এর কাজ হচ্ছে গবেষণা ও সৃজনশৃলতার মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন করা; সুতরাং গবেষণায় ইআবির অধিনে মাদরাসা শিক্ষর্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে। বৃহস্পতিবার (১০ জূলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও তাদের প্রতিনিধিদের মাঝে সনদ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস চ্যান্সেলর আরো বলেন, মাদারাসা শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা বা চাকরির জন্য ইউরোপ আমেরিকা, অস্ট্রেলিয়া সৌদি আরবসহ বিভিন্ন উন্নত বিশ্বে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং চাকরিসহ বিভন্ন প্রয়োজনেই মূল সনদ খুবই জরুরী হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে পরীক্ষার মূল সনদ বিতরণ কার্যক্রম শুরু করেছি, পর্যায়ক্রমে সকল মূল সনদ দ্রুত সময়ের মধ্যে মাদ্রাসায় বিতরণ করা হবে বলেও তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী ও রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন। সনদ বিতরণ অনুষ্ঠান সঞ্চলনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে অধ্যক্ষদের মধ্যে অনূভুতি প্রকাশ করতে গিয়ে বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন বলেন, ৫ আগস্ট গণঅভ্যুথানের পরে বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা অনেক বেশি বৃদ্বি পেয়েছে, আমরা জানতে পেরেছি মাননীয় ভাইস চ্যান্সেলর ঈদুল আজহার ছুটিতে পরিবারকে সময় না দিয়ে বিভিন্ন কোর্স তথা ফাজিল, কামিল অনার্স, মাস্টার্স এর ২৮ হাজার মূল সনদ স্বাক্ষর করেছেন যার দরূণ আজকে আমরা স্বল্প সময়ের মধ্যে মূল সনদ পেতে যাচ্ছি এজন্য ভিসি স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানায়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসা সমুহের আজ থেকে ২০১৯ সালের অনুষ্টিত তিন বছর মেয়াদী ফাজিল পাস কোর্স,২০১৮ সালের কামিল দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্স, ২০১৯, ২০২০,২০২১ সালের চার বছর মেয়াদী অনার্স কোর্সের মোট ৫৮১৩০ (আটান্ন হাজার একশত ত্রিশ) টি মূল সনদ বিতরণ হবে এবং আগামী মাসে দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) ২০১৯ এর মূল সনদ বিতরন করা হবে। মূল সনদ ও নাম্বারপত্র বিতরণ কার্যক্রম চলবে ১০.০৭.২০২৫ থেকে ২৫.০৭.২০২৫ পর্যন্ত। মাদ্রাসার অধ্যক্ষ অথবা অধ্যক্ষের প্রতিনিধির মাধ্যমে সনদ বিতরণ করা হবে।