
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চতুর্থ দিনে খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়ার আংশিক এলাকা) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর খুলনা-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে একজনের মনোনয়ন বাতিল করা হয় এবং আরেকজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
যাচাইয়ে অযোগ্য ঘোষিত প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।
এদিকে, খুলনা-৪ আসনে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম, বিএনপির এস কে আজিজুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহমেদ সেখ এবং খেলাফত মজলিসের এস এম শাখাওয়াত হোসাইন।
