
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
‘নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে’—এমন মন্তব্য করেছেন খুলনা–২ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি দলীয় ও ছাত্রদলের বিভিন্ন প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাদের খোঁজখবর নেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। একই সঙ্গে অসুস্থ বিভিন্ন দলের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন চান।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা দমন–পীড়ন, মামলা–হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে থাকার কারণে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। দেশের মানুষ এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন দলের প্রধান লক্ষ্য।”
তরুণদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “তরুণরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তারা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”
পরে তিনি ২৯নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী মরহুম নুরুন্নাহার জলির স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, “নির্বাচিত ও অনির্বাচিত সরকারের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারই দেশের জন্য কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, এডভোকেট গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
