
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ভর্তি বোতল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে অফিসের কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু জানান, রাত ৩টার দিকে আগুনের শিখা দেখে তিনি পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত আসে। “দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে,” বলেন তিনি।
নান্নুর দাবি, দুর্বৃত্তরা অফিসের পেছনের গ্রিল দিয়ে দুটি পেট্রোলভর্তি বোতল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকেই ওই দুটি বোতল উদ্ধার করেছে পুলিশ।
টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, “রাত ৩টা ৫৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত পেট্রোল বোমা থেকে নাকি মশার কয়েল বা অন্য কোনো কারণে হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে। “ঘটনাটি পরিকল্পিত নাশকতা কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে,” বলেন তিনি।
