
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা সরকারি মহিলা কলেজে আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জায়না বিনতে শাহরিয়ার রিদা। তার রোল নম্বর—০৪। ব্যক্তিগত পারফরম্যান্সে যেমন উজ্জ্বল সাফল্য দেখিয়েছে, তেমনি তার গ্রুপও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সনদপত্রে উল্লেখ করা হয়েছে যে রিদা তার মেধা, আত্মবিশ্বাস ও অসাধারণ যুক্তি তুলে ধরার ক্ষমতার মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে। তার হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও সনদপত্র।
প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক ও আয়োজকরা জানান, রিদার উপস্থাপনা, যুক্তি বিশ্লেষণ ও ভাষার সাবলীলতা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। কলেজের অধ্যক্ষ এ বি এম ইকবাল আনোয়ার, রিদার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা রিদার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের বিতর্কে অংশ নিয়ে আরও সফল হওয়ার প্রত্যাশা করছে সবাই।
উল্লেখ্য, রিদা সাংবাদিক শেখ শাহরিয়ার-এর বড় কন্যা, সে জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সকলের দোয়া প্রার্থী।

Great Job