বৃহস্পতিবার, অক্টোবর ৯

খুলনা শিপইয়ার্ডের জেটির পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা শিপইয়ার্ডের এক নম্বর জেটির পাশে নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিপইয়ার্ড কর্তৃপক্ষ বিষয়টি লবনচরা থানা পুলিশকে জানায়।

জেটির কর্তব্যরত এক সিকিউরিটি গার্ড জানান, প্রথমে তিনি নদীর তীরে লাশটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে শিপইয়ার্ড কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশে খবর দেওয়া হয়।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। নিহত যুবকের পরনে শুধু একটি সাদা পায়জামা ছিল এবং লাশের কিছু অংশে পচন ধরেছে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম জানান, উদ্ধারকৃত লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *