রবিবার, আগস্ট ১৭

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. মো. রুহুল আমিন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মো. রুহুল আমিনকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শাখার প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০২১’ এর ১২(১) ধারা অনুযায়ী ডা. রুহুল আমিনকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।

ডা. মো. রুহুল আমিন দীর্ঘদিন ধরে চিকিৎসা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন। তিনি এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সার্জারিতে ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। সার্জারি বিভাগের একজন অভিজ্ঞ চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে তিনি সুপরিচিত।

উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডা. রুহুল আমিন বলেন, “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিকিৎসা শিক্ষার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। আমি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও সেবার মানোন্নয়নে কাজ করতে চাই এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা নতুন উপাচার্যের নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর নেতৃত্বে খুমেক আরও উন্নত ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *