
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিনিধি দলকে স্বাগত জানান আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ইইউ প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সোশ্যাল মিডিয়া এনালিস্ট ভয়েনা ম্যাডেলিনা, মিডিয়া এনালিস্ট অ্যাগনেস ডোকা, লিয়াজোঁ অফিসার গেরট বিন্ডার, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এলিনা সিমোনা ও রিকার্ডো রামোস্কা।
সাক্ষাৎকালে খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. এরশাদ আলী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণমাধ্যমের ভূমিকা ও নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।
