মঙ্গলবার, জুলাই ২৯

খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে অফিসের সংবাদকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে প্রধান অতিথি বলেন, জুলাই আন্দোলন আপনারা কাছ থেকে দেখেছেন, সেই দিনগুলো নিশ্চয় ভুলতে পারেননি। আন্দোলনে অংশ নেয়া তরুণদের গুলি করে হত্যার বিষয়টি জনসাধারণ মেনে নিতে পারেনি। প্রথম দিকে এই আন্দোলনের পেক্ষাপট ছিল ভিন্ন। তরুণরা সরকারি চাকুরিতে কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। অনেক ছাত্র-জনতা আন্দোলনে প্রাণ হারান ও আহত হয়ে পঙ্গুত্বের শিকার হন। জুলাই আন্দোলনের ফলে আমরা যে নতুন করে বাংলাদেশ পেয়েছি সেটাকে সুন্দর করে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। অন্যথায় আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ ব্যর্থ হবে।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। সভায় খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মোঃ মিজানুর রহমান মিল্টন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। সভায় গণমাধ্যমকর্মী-সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *