
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মো. শরীফুল ইসলাম বাবু (৫০) ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী চা বিক্রেতা ফিরোজ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ফিরোজ প্রতিবন্ধী স্বভাবের একজন ব্যক্তি। তার স্ত্রী বাকপ্রতিবন্ধী। শুক্রবার সকালে স্ত্রীকে উদ্দেশ করে বাবু উস্কানিমূলক কথা বলেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ফিরোজের স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
তিনি আরও জানান, ফিরোজের চায়ের দোকান থেকে বাবু প্রায়ই বাকিতে চা পান করতেন এবং টাকা পরিশোধ করতেন না। এসব ঘটনার জেরে বিকেলে বাবুকে বটি দিয়ে কুপিয়ে জখম করে ফিরোজ।
ঘটনাটি দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কার্তিককুল এলাকায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।