
|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) কোষাধ্যক্ষ, দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক কামরুল হোসেন মনিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক কর্তৃক হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে তাঁর পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকির শিকার হতে হওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।