শনিবার, ডিসেম্বর ২৭

খুলনা এমইউজের নতুন নেতৃত্ব নির্বাচিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ২০২৬–২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং কোষাধ্যক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য হিসেবে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রবিবার (১৬ নভেম্বর) ঘোষিত ফলাফলে জানানো হয়, নির্ধারিত ৭ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিজয়ী ঘোষণা করে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা প্রেসক্লাব সভাপতি এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু।

বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর পর সংগঠন ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করেছে। নবনির্বাচিত নেতৃত্ব ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তারা।

এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। সদস্য হিসেবে ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন এবং দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত ১৪ নভেম্বর খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এমইউজে খুলনার সর্বশেষ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ১২ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *