
| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে খুলনা-১ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা অঞ্চলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—
খুলনা-২ আসনে খুলনা বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু,
খুলনা-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,
খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল,
খুলনা-৫ আসনে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি,
এবং খুলনা-৬ আসনে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
দলের সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
