বৃহস্পতিবার, অক্টোবর ৯

খুলনার শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে নিসচার প্রতিবাদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা শিপইয়ার্ড সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিসচা।

বক্তারা প্রশ্ন তোলেন— ‘প্রকল্পে এত ধীরগতি ও ব্যর্থতার পরও কেন ঠিকাদারকে প্রায় ৭০ কোটি টাকা দেওয়া হলো? কেন তাদের জবাবদিহির আওতায় আনা হলো না?’

তারা বলেন, শিপইয়ার্ড সড়ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ার দায় কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এড়াতে পারে না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত সড়কের কাজ শেষ করার আহ্বান জানান বক্তারা। অন্যথায় কেডিএ ও মাহবুব ব্রাদার্সের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বাংলাদেশ সংবাদ সংস্থার খুলনা সংবাদদাতা মো. নুরুজ্জামান, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ, উপদেষ্টা বঙ্গরাজ দেলোয়ার, ইউনাইটেড খুলনার সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *