শুক্রবার, জানুয়ারি ৯

খুলনার শালতা নদীতে ভাসমান লাশ, যুবকের পরিচয় জানতে পিবিআই-সিআইডির তৎপরতা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সংযোগস্থলে শালতা নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়েছে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, ভদ্রা নদীর শাখা শালতা নদীতে মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে—এমন সংবাদ পেয়ে প্রথমে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নৌ-পুলিশকে জানানো হলে তারা মরদেহটি নদী থেকে তুলে পাড়ে নিয়ে আসে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যুবকের পরনে ছিল কালো রঙের প্যান্ট, গেঞ্জি ও হুডি। ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর দুই থেকে তিন দিন পার হয়েছে। শীতকাল হওয়ায় দেহ পচে অস্বাভাবিকভাবে ফুলে না উঠলেও কয়েকটি স্থানে চামড়া উঠে গেছে।

নৌ-পুলিশ জানায়, মরদেহের পরিচয় নিশ্চিত করতে আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *