সোমবার, জানুয়ারি ১২

খুলনার লবণচরায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, এলাকায় উত্তেজনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা নগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে লবণচরা থানাধীন মধ্য হরিনটানা এলাকার আজাদ মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত রাজুকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ছয় রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় দিনের পর দিন অপরাধ প্রবণতা বাড়লেও তা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য যাচাই-বাছাই চলছে।

হামলার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *