
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার রূপসা উপজেলায় অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের একটি মৎস্য ঘের থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা এবং একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১), একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য নৃপেন মহলী (৪১) এবং জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিৎ মহান্ত (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা পুলিশ জানতে পারে, উপজেলার ডোবা গ্রামে কিছু ব্যক্তি অস্ত্র প্রদর্শন করে নিরীহ মানুষকে ভয়ভীতি ও মারধর করেছে। পরে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি দল অভিযানে নামে।
রাতভর তল্লাশির পর পুলিশ নিশ্চিত হয়, অভিযুক্তরা ডোবা গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে বিলের ভিতরে একটি ঘেরে অবস্থান করছে। মঙ্গলবার সকালে পুলিশ জনতার সহায়তায় কৌশলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিরা আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে।
ওসি মাহফুজুর রহমান বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় রাজনৈতিক নেতার ক্যাডার হিসেবে পরিচিত এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তদন্তে আরও তথ্য উঠে আসছে।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।