
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাবুল হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর জয়বাংলা মোড় সংলগ্ন বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসাইন কয়রা উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওজিয়ার মোল্লার ছেলে এবং কয়রা উপজেলার মোমিন মার্কেটে অবস্থিত ‘আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ছিলেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
দোকানের কর্মচারী সুজন জানান, বাবুল হোসাইন ব্যক্তিগত কাজে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে তিনি প্রাণ হারান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাবুল হোসাইন মোটরসাইকেলযোগে কয়রা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। পথে খুলনার জয়বাংলা মোড় এলাকার বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
