
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি বাগান থেকে বাবু শেখ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামের মিন্টু মোল্লার মালিকানাধীন বাগানে একটি সজনে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বটিয়াঘাটা থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত বাবু শেখ একই গ্রামের শহিদ শেখের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মরদেহটি গাছের ডালে তার পরনের কোমরের বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সজনে গাছের ডাল সাধারণত নরম হয়ে থাকে। এমন গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আত্মহত্যা করলে নিজের বাড়ির পরিবর্তে অন্যের বাগান বেছে নেওয়ার কারণ কী।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
