বুধবার, মার্চ ১২

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার

|| বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ||

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বারুরাবাদ কালভার্ট সংলগ্ন খেঁজুর গাছের নীচ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করে। ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায়। সে ওই এলাকার মৃতঃ খাদেমুল ইসলাম’র ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কে বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলা কেঁটে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় গেছে বলে এলাকাবাসীর ধারণা।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৩৭১। লাশ ময়না তদন্তের জন্য খুমেক মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে গত বৃহস্পতিবার উপজেলার খুলনা- চালনা মহাসড়কের মল্লিকের মোড় এলাকায় চক্রাখালীর শিবানী টিকাদার নামে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা।সে ওই এলাকার সার্ভেয়ার বিশ্বজিৎ টিকাদার’র স্ত্রী।

এর এক সপ্তাহের মধ্যে মল্লিকের মোড় সংলগ্ন খ্রীষ্টান চার্চের সামনে কালভার্টের কাছ থেকে অবঃ শিক্ষক ধীরেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে একই কায়দায় মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তার এক সপ্তাহ পূর্বে উপজেলার ভাদগাতী গোবিন্দ মন্দিরে সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে মন্দিরে চুরি সংঘটিত করে পালিয়ে যায়।

সম্প্রতি সুন্দর মহল এলাকায় মোঃ হবি শেখের দুটো গরু চুরি হয়।

বটিয়াঘাটা উপজেলায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। যে কারণে সাধারণ মানুষের জানমাল রক্ষায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। সচেতন মহলের অভিযোগ থানা পুলিশ জনসাধারণের জানমাল রক্ষায় মনোনিবেশ না করে,উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের এবং ধরপাকড় নিয়ে বেশি ব্যস্ত থাকায় অপরাধিরা একের পর এক এই সুযোগটা কাজে লাগিয়ে অপরাধ মূলক কর্মকান্ড ঘটিয়ে চলেছে।

গত কয়েক দিন ধরে প্রকাশ্য দিবালোকে উপজেলা বাজার সদর সহ আশপাশ এলাকায় ২/৩ টি, মোটরসাইকেল,
চার্জার ভ্যান ও ইজিবাইক চুরি সংঘটিত হলেও একটিও চুরি কিংবা ছিনতাইয়ের সাথে জড়িত কোন অপরাধীকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে থানার ওসি মোস্তফা খায়রুল বাশার’র সরকারি ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *