
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার ফুলতলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম আছিয়া খানম চুমকি (৩০)। তিনি দামোদর জমাদ্দারপাড়া এলাকার শহীদ মোড়লের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে। স্থানীয়দের খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিল্ডিংয়ের ছাদ থেকে সন্দেহভাজন যুবক হোসেন কাজী (২৯)-কে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির ওয়াশরুমের ছাদ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
নিহতের স্বামী শহীদ মোড়ল অভিযোগ করে জানান, আটক হোসেন কাজী দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। চুমকি এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সুযোগ বুঝে তাকে নৃশংসভাবে হত্যা করে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে এবং দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।”
এদিকে এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।
