
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় খুলনার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ডাকবাংলা মোড়ের লাভলু হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র—চাপাতি, রামদা ও ধারালো ছুরি নিয়ে হঠাৎ হোটেলে ঢুকে হোটেলের বাবুর্চি ও কর্মচারিদের ওপর হামলা চালায়।
ঘটনায় আহত হয়েছেন আয়ুব আলী, সুজন, মধু ও টটুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
হোটেল স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম বাপ্পী বলেন, “দুপুরে হোটেলে খাবার খাওয়ার সময় পানি চাওয়াকে কেন্দ্র করে কিছু বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষাপটে সন্ধ্যায় হঠাৎ হামলা চালানো হয়।” হামলাকারীরা হোটেলের ভেতরে ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
খুলনা সদর থানার ওসি (তদন্ত) মো: শাহজাহান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডাকবাংলা দোকান মালিক সমিতি। সাধারণ সম্পাদক আবদুল কাদের মিন্নু বলেন, “ডাকবাংলা মোড় খুলনার সবচেয়ে জনবহুল এলাকা। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পুরো ব্যবসায়িক সমাজকে আতঙ্কিত করছে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
