
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ ২৭ আগস্ট (সোমবার) বৈঠকে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৫টার পর গুলশান কার্যালয় থেকে অনলাইনের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলার সম্ভাব্য প্রার্থীদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এই আলোচনা হচ্ছে। খুলনা জেলার ছয়টি আসনে অন্তত ১৪ জন মনোনয়নপ্রত্যাশীকে ফোন ও এসএমএসের মাধ্যমে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।
খুলনা-১ (বটিয়াঘাটা–দাকোপ) আসনে রয়েছেন সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান, ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুলসহ ছয় প্রার্থী।
খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা) আসনে নগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু অংশ নেবেন।
খুলনা-৩ (দৌলতপুর–খালিশপুর–খানজাহানআলী) আসনে একক প্রার্থী রকিবুল ইসলাম বকুল,
খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়া) আসনে আজিজুল বারী হেলাল, পারভেজ মল্লিক ও শাহ কামাল তাজ প্রতিদ্বন্দ্বী।
খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে একক প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ আলী আসগর লবী।
খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে মনিরুজ্জামান মন্টু, মোমরেজুল ইসলাম, আমিরুল ইসলাম কাগজীসহ একাধিক প্রার্থী আমন্ত্রণ পেয়েছেন।
খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, “সব আগ্রহীদের ডাকা হয়নি, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে বৈঠক হবে। প্রার্থী চূড়ান্ত নয়, এটি ঐক্য ও প্রস্তুতি সভা।”
দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে খুলনার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর তৎপরতায় স্থানীয় বিভাজন দেখা দিয়েছে। এ অবস্থায় ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি ও দলীয় শৃঙ্খলা বজায় রাখাই এই বৈঠকের মূল লক্ষ্য।
