শুক্রবার, নভেম্বর ১৪

খুলনার খালিশপুরে পিকআপে আগুনের চেষ্টা, পুলিশের নজরদারি জোরদার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার খালিশপুরে গভীর রাতে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে চারটার দিকে খালিশপুর থানাধীন ফেয়ারওয়ে রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়ির মালিক আপন জানান, রাতে কিছু শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন কয়েকজন যুবক তাঁর গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। ফলে পুরো গাড়ি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।

তিনি বলেন, “গাড়ির সামনের কভার ও গ্লাস পুড়ে গেছে। আগুন পুরোপুরি ধরলে বড় ক্ষতি হতো।”

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “গাড়ির ওপর কাপড় ছিল, তাতে আগুন ধরে পুড়েছে। দুর্বৃত্তরা পুরো গাড়িতে আগুন ধরাতে পারেনি। এলাকা আমাদের কড়া নজরদারিতে রয়েছে।”

পুলিশের একটি সূত্র জানায়, পালিয়ে থাকা কিছু রাজনৈতিক নেতাকর্মী এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ কাজে তারা অল্পবয়সী ছেলেদের ভাড়া করে ব্যবহার করছে, যাতে নিজেরা চিহ্নিত না হয়।

সূত্রটি আরও জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *